নিজস্ব প্রতিবেদক, গুইমারা: খাগড়াছড়ি গুইমারা উপজেলায় প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ঢাকাইয়া বিরিয়ানি হাউজের শুভ উদ্ভোধন করা হয়।
গতকাল ১৩ই এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে গুইমারা বাজার মাদ্রাসা রোড সংলগ্ন এলাকায় ঢাকাইয়া বিরিয়ানী হাউজ রেস্তোরার শুভ উদ্ভোদন করেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান বাবু কংজুরী চৌধুরী।
এসময় ঢাকাইয়া বিরিয়ানী হাউজের মালিক মোঃ জেয়ারত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহি অফিসার ইউএনও তুষার আহাম্মেদ, উপস্থীত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু মেমং মারমা, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল সহ উপজেলার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ঢাকাইয়া বিরিয়ানি হাউজের মালিক মোঃ জেয়ারত আলী বলেন, কাস্টমারদেরকে গুণগত ও মানসম্মত খাবার খাওয়াবো, সকলকে ভালোবাসা আর শ্রদ্ধার সাথে আপ্যায়ন করে ভালোভাবে ব্যাবসা পরিচালনা করে যাবো।