নুরুল আলমঃ পানছড়ির কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ প্রায় ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সমাগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় পানছড়ি সাব জোন সংলগ্ন মাঠে এসব সামগ্রী প্রদান করা হয়। খাগড়াছড়ি সদর জোনের অধীনস্থ পানছড়ি সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন মো: শিহাব উদ্দিন উপস্থিত থেকে ত্রাণ ও আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পানছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: সোলাইমান। ত্রাণ নিতে আসা হাজেরা, খুরশিদা, রাশেদারা খুব খুরী বলে জানালেন। চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে স্বামীহারা মনোয়ারা ফেলেছের স্বস্তির নিঃশ্বাস। সকলেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতার কথা বলেন।