নুরুল আলমঃ ভূগর্ভস্থ পানি:অদৃশ্য সম্পদ,দৃশ্যমান প্রভাব প্রতিপাদ্যে গুইমারাতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
সোমবার(৪ এপ্রিল) বিশ্ব পানি দিবস উপলক্ষে,গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,গুইমারা সোনালী ব্যাংকের ব্যাবস্হাপক এরফানুল হক মোঃ বেলাল হোসাইন। এসময় ছিলেন গুইমারা উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।
বক্তাগন বলেন,এ বছর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য সময়োপযোগী ও যথাযথ হয়েছে।বাংলাদেশে ভূগর্ভস্থ পানির অস্তিত্ব টিকিয়ে রাখতে বন্যা নিয়ন্ত্রণ,নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার,জলাবদ্ধতা দূরীকরণে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে,যা দেশের জনসাধারণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বলেন,জলবায়ু পরিবর্তনের অভিঘাত সহিষ্ণু ব-দ্বীপ গড়ে তোলার লক্ষ্যে সরকার ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ প্রণয়ন করেছে।এ পরিকল্পনার স্বাদু পানির উপকৌশল ১ দশমিক ৪ এর আওতায় ভূগর্ভস্থ পানি সুরক্ষা অঞ্চল নির্ধারণ ও ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশনা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশের মর্যাদা লাভ করবে বলে আশা প্রকাশ করে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।