নুরুল আলমঃ খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন বড়পিলাক এলাকায় কারী ইব্রাহীম মোল্লা (৬৫) নামের এক ব্যাক্তি রাস্তা পারাপার হওয়ার সময় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার সামসুর নগর জামে মসজিদ নামক স্থানে রাস্তা পারাপার হওয়ার সময় মোঃ কারী ইব্রাহীম মোল্লা নামে এক ব্যাক্তি অপরদিক হতে একটি মোটর সাইকেল এসে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরেন।
আহত আবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ২৫ মার্চ শুক্রবার পশ্চিমবড়পিলাক জামে মসজিদের মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হয়।