নুরুল আলমঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তি মেলা উদ্ভোধন করেছেন গুইমারা উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার তুষার আহামেদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।
১৭ মার্চ বৃহস্পতিবার গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মেলা, সমাবেশ, সাংষ্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপত্বিত করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহামেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, সরেজমিন বার্তার সম্পাদক মো: হাসান আল মামুন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইখতেয়ার চৌধুরী পলাশ, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌম, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম সহ মুক্তিযোদ্ধা বাবু ম্রাসাথোয়াই, সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা বাবু ম্রাসাথোয়াই মুক্তিযোদ্ধের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে তার বক্তব্য সমাপ্তি করেন। আলোচনা সভার পরিচালনা করেন, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন।
গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত স্বাধীনতার সুর্বণ জয়ন্তি মেলায় ১৫টি ষ্টোল ছিল। জালিয়াপাড়া বনবিভাগ, উপজেলা মহিলা বিষয়ক, সমাজ সেবা, গুইমারা থানা, প্রাণি সম্পদ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, তথ্য বিষয়কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মেলা ষ্টোলে অংশ নেয়। উক্ত মেলার সকল কার্যক্রম আগামী ২৩ মার্চ পর্যন্ত অব্যহত থাকবে।