শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠাসহ দেশের অখন্ডতা ধরে রাখতে কাজ করছে সেনাবাহিনী

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির সেনা নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, অস্ত্রের চেয়ে কলম অনেক বেশি শক্তিশালী। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাহাড়ে শান্তি,সম্প্রীতি অক্ষুন্ন রেখে কাজ করে যাচ্ছে কমল সৈনিকরা। বাংলাদেশ সেনাবাহিনী শান্তি,শৃঙ্খলা,নিরাপত্তাসহ পাহাড়ের মানুষের আত্ম-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস দমনসহ দেশ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর।

খাগড়াছড়ি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাজীবি সাংবাদিকদের সাথে রবিবার ( ১৩ মার্চ ২০২২) দুপুরে খাগড়াছড়ি সদর জোনের হলরুমে মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন। রিজিয়ন কমান্ডার আরো বলেন, সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করে দেশের অখন্ডতা ধরে রাখতে কাজ করছি। তাই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে জানিয়ে তিনি জেলায় কর্মরতদের সহযোগীতা কামনা করেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শান্তি,সম্প্রতি অক্ষুন্ন রাখতে ষড়যন্ত্রকারীদের সকলকে আরো সচেতন থাকার আহŸান জানান তিনি।

এতে,ডিজিএফআই এর ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ,খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: সাইফুল ইসলাম সুমন,জোন উপ-অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান,দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য,নুরুল আজমসহ কর্মরত অন্যান্য সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!