নুরুল আলমঃ গুইমারায় হেডম্যান, কার্বারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের ভূমি আইন এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় উপজেলা প্রশাসন গুইমারার আয়োজন ও বাস্তবায়নে জাইকার প্রতিনিধি রুনি চাকমার সঞ্চালনায়, বুধবার (৯মার্চ)সকাল ১০টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃনা দেব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাচাথোয়াই মগ, সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,হাফছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, সহসভাপতি মুহাম্মদ আব্দুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌমসহ হেডম্যান, কার্বারী, চেয়ারম্যান, মেম্বার এবং এলাকার গন্যমান্য ব্যক্তি।
প্রশিক্ষণে বিভিন্ন হেডম্যান কার্বারী ও সুশিল সমাজের নেতৃবৃন্দরা পার্বত্য অঞ্চলের ভূমি সমস্যার সমাধানের জন্য প্রশ্ন করে জানতে চাইলে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এবং মাটিরাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার তৃনা দেব বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন।