নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মংসুইপ্রু চৌধুরীকে হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন বিক্ষোভ মিছিল করেছে।
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: মাইন উদ্দিন এর নেতৃত্বে আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা এম এ রাজ্জাক, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: শহীদুল ইসলাম মোহন, রফিকুল ইসলাম সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অন্যদিকে, দিঘীনালা উপজেলাও অর্তকিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিশিল করেন দিঘীনালা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। এসময় উপস্থিত থেকে নেতৃত্ব দেন দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান সহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আবার, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম-সাধারণ ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এবং পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব এর নেতৃত্বে হামলাকারীকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শান্তির দাবী জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা জয়নাথ দেব, যবলীগ সভাপতি মো: আল-আমিন, সাধারণ সম্পাদক ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মো: আহির উদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক, বর্তমান সভাপতি মো: জাহাঙ্গীর আলাম সুজ প্রমূখ।
গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহেরের নেতৃত্বে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে গুইমারা বাজারের প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশণা বিষয়ক সম্পাদক ইখতেয়ার চৌধুরী পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌম, গুইমারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনার্ধণ সেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, গত সোমবার খাগড়াছড়ি জেলা শহরে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর উপর অর্তকিত হামলা চালায় এক যুবক। এই ঘটনার আড়ালে অসৎ উদ্দেশ্য ও গভীর ষড়যন্ত্র রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখার জোরদাবী জানানো হয়।
ঘটনার জড়িত সন্দেহে গাড়িতে হামলা চেষ্টার সন্দেহে রমজান হোসেন (১৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে জেলা সদরের ইসলাম পুর এলাকার নুর মিয়ার ছেলে এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী।