নুরুল আলমঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজীত জাতীয় বীমা দিবস উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১মার্চ ২০২২ মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত জাতীয় বীমা দিবস ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহামেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আনোয়ার হোসেন, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, গুইমারা সরকারি কলেজের জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক অর্জন নাথ, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, ন্যাশেনাল লাইফ ইন্সিুরেন্স কর্মকার্তা মনোয়ারা বেগম, সহ জনপ্রতিনিধি, বিমা গ্রাহক, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বিমা সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে এই স্লোগান কে ব্যক্ত করে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহামেদ তার বক্তব্যে বলেন, সকল কে বিমায় উদ্ভোদ্ধ করতে হবে। বিমা সংক্রান্ত বিষয়ে গুরুত্ব আরপ করে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়ে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।