আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ১ম বার্ষিক সাধারন সভা খাগড়াছড়িতে। শনিবার ( ১৫ জানুয়ারী ২০২২) দুপুরে অফিসার্স ক্লাব মিলায়তনে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি অনিমেষ খীসার সভাপতি উপদেষ্টা সাংবাদিক নুরুল আজমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।
খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সাধারন সম্পাদক ইকবাল বাহার এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এতে অন্যান্য বক্তৃতা করেন, উপদেষ্টা মোহাম্মদ আলী,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম,রামগড় উপজেলা সাধারণ সম্পাদক নুরুল আলমযুবলীগ নেতা জহিরুল ইসলাম,সংগঠনের দপ্তর সম্পাদক তৃপ্তিময় চাকমা,মাঈন উদ্দিন প্রমূখ।
পরে সাধারন সভায় সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় উঠে। সে সাথে সংগঠনের গতিশীল ও যে কোন বিপদ-আপদে সকলে মিলে সংগঠনের অগ্রগতি এবং কার্যক্রম এগিয়ে নিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।