আল-মামুন,খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিক ভাবে উদযাপন করা হয়েছে। তবে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ।
তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সকলকে মাস্ক পরিধানসহ সচেতন থাকতে হবে। একই সময় তিনি মহতি উদ্যোগ ও কাজের জন্য সংগঠনের নেতৃবৃন্দদের সাধুবাদ জানিয়ে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজে নিজেদের আত্ম নিয়োগ করার জন্য প্রশংসা করেন। সে সাথে ভালো কাজে সব সময় প্রশাসন ও সকলের সহায়তায় এগিয়ে চলার পথ তরান্বিত হবে বলে তিনি মন্তব্য করেন।
এতে সংগঠনের সভাপতি নয়ন বড়ুয়া,সিনিয়র সহ-সভাপতি উত্তম দে রনি,সাংগঠনি সম্পাদক মোঃ জুবায়ের,সহযোদ্ধা দীপক দে,সজিব বিশ্বাস রনি,নাজমুল হাসান,সুশীল মারমাসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অসহায়দের পাশে দাঁড়ানো জাগো সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মিনি সুপার মার্কেটের ৩য় তলায় বুধবার বিকেলে অসহায় শীতার্ত ৫০ জনের মাঝে কম্বল বিতরণ ও শতাধিক এতিমদের মাঝে উন্নত খাবার বিতরণ করে।
সংগঠনের নেতৃবৃন্দরা এতিম,দুস্থদের নিয়ে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করে সব সময় অসহায়-বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জাগো সংগঠন খাগড়াছড়ি নামে পরিচিত সংগঠনটি শিক্ষা,সাংস্কৃতিক,সামাজিক,স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠন হিসেবে আর্থ প্রকাশ করে গত তিন বছর আগে।