আল-মামুন, খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নানা কর্মসূচী হতে নেয়।
সোমবার (১০’ জানুয়ারী ২০২২) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,র্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ ও ১ মিনিট নীরবতা পালন শেষে দলীয় কার্যালয়ে ফিরে দিবসটি উদযাপন কর্মসূচীর সমাপ্তি করে সংগঠনটি।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা,মংক্যচিং চৌধুরী,নিলোৎপল খীসা,শতরূপা চাকমা,শাহিনা আক্তার আয়োজনে উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মসূচীতে খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশ,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন জেলা যুবলীগের সাধারণ কেএম ইসমাইল হোসেনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।