নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা সদর ইউনিয়নের হত-দরিদ্র শীতার্তদের মাঝে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের থেকে দেওয়া শীতবস্ত্র বিতরণ করেন, গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
এসময় শিতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। আরো উপস্থিত ছিলেন, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শমীরণ পাল, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনার্ধন মেম্বর, গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২২) সকাল ১০ টায় গুইমারা পুরাতন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয় থেকে প্রায় ৫ শতাধিক গরিব, নিরীহ, অসহায় শির্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।