নিজস্ব প্রতিবেদক:: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিস ভবন নির্মান কাজের ৫তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
তিনি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলেও এখন উন্নয়নের ছোয়া লেগেছে। পার্বত্য এলাকা এখন আর আগের মত দূর্গম নয়। ধীরে ধীরে সবগুলো এলাকা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
এসময় বান্দবান পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নিবার্হী প্রকৌশলী আবু বিন মো ইয়াছির আরাফাত সহ বান্দরবান বিভিন্ন অফিসের কর্মকর্তা, ঠিকাদার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।