নুরুল আলম:: পার্বত্য জেলার খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে খাগড়াছড়ির গুইমারায় শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলের সুবিধাবঞ্চিত দেড়শতাধিক বাঙ্গালী ও পাহাড়ি মহিলাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন নাহিদ রিদওয়ান, সহ-সভানেত্রী, লেডিস ক্লাব, গুইমারা রিজিয়ন।
এ সময় তিনি বলেন, লেডিস ক্লাব, গুইমারা রিজিয়ন শুরু থেকেই খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতে আমাদের এধারা অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ কালে লেডিস ক্লাব, গুইমারা রিজিয়ন এর সেক্রেটারী ও অন্যান্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।