নুরুল আলম:: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্বদেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অন্যতম সদস্য মেমং মারমা।
এতে আরো অংশ গ্রহন করেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমীরণ পাল, আওয়ামী লীগ নেতা রুস্তম আলী তালুকদার, আওয়ামীগ নেতা গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা,হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সুইমং মারমা, ইব্রাহীম মীর, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মংসুইচিং মারমা শাশে, সাধারণ সম্পাদক সম্রাট শীল,যুবলীগের উপজেলা সভাপতি বিপ্লব কুমার শীল, যুবলীগ নেতা ইখতিয়ার উদ্দিন চৌধুরী পলাশ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম, ফাতেমা বেগমসহ দলীয় নেতাকর্মীগন।