নুরুল, আলম:: মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনব্যাপী অনুষ্ঠানের শেষান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠে মানিকছড়িতে প্রশাসন ও সর্বস্তের গণজমায়েতে অংশ নিয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সরকারী স্কুল মাঠে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন সবাই জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে শপথ অনুষ্ঠানে কণ্ঠ মিলিয়ে দেশপ্রেমে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণে প্রতিশ্রুতি বদ্ধ হোন।
এ সময় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো: জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা। তামান্না মাহমুদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, সাবেক উপজেলা চেয়ারম্যান এম, এ, রাজ্জাক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলমসহ সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজনরা উপস্থিত ছিলেন।