নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারাতে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ও দ্বিতীয় কান্ট্রি ইনভেস্টম্যান্ট পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৫ ডিসেম্বর ২০২১ বুধবার দুপুর ১২টায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়ে। এতে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা নুরুল আফসার, গুইমারা উপজেরা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার উপস্থিত ছিলেন।
গুইমারা উপজেলা লীন প্রকল্পের সদস্য ছাড়াও সরকারি বেসরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। উক্ত সভায় সঞ্চালক ছিলেন লীন প্রকল্পের গুইমারা উপজেলা সমন্বয়ক জয় মোহন চাকমা।