নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: বিনম্র শ্রদ্ধায় সারাদেশের মত খাগড়াছড়িতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবি দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২১) খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে শহরে একটি র্যালী বের করে।
পরে র্যালীটি শহরের শাপালা চত্বও,আদালত সড়ক হয়ে পৌর টাউন হল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এতে খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা,পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজুরী চৌধুরীসহ সিনিয়র নেতারা এতে উপস্থিত ছিলেন।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য আওয়ামীলীগ নেতা এমএ জব্বার, এড.আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা,মহিলা বিষয়ক সম্পাদক ও পাজেপ সদস্য শতরূপা চাকমা,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ,সহ জেলা আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পন করেন।
পরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। এর আগে সকালে দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।