আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অসহায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর ইউনিয়নের গুগড়াছড়ি জনসেবা বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অসহায় পরিবারদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে’র) সভাপতি প্রদীপ চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান এর নেতৃত্বে এতে সাবেক সহ-সম্পাদক রিপন সরকার,আল-মামুন,রুপায়ন তালুকদার, মো.নুরুচ্ছাফা মানিকসহ সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
সাংবাদিক নেতা এ সময়, শহিদ বুদ্ধিজীবী দিবসের কথা তুলে ধরে এক মিনিট নীরবতা পালনের মধ্য শ্রদ্ধা ভরা স্মরণ করে বলেন, এদেশ-মাটি আমাদের সকলে মিলেমিশে সুখ-দু:খ ভাগাভাগী করে পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে।
এ সময় সংগঠনের সভাপতি প্রদীপ চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ-প্রেমের কথা তুলে ধরে তারই কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সকলকে আরো সচেতন হয়ে দেশ পরিচালনায় সহযোগিতা এবং সকলের শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহবান জানান।