নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় শহিদ বু্িদ্ধজীবি দিবস উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উশ্যপ্রু মারমা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান।
শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে বুদ্ধিজীবী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গুইমারা উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গুইমারা উপজেলা প্রশাসন।
গুইমারা মডেল উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমূখ।