নুরুল আলম:: রাঙামাটি সদর উপজেলা যুবলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কৈইল্লামূড়া এলাকায় ৪শত পরিবারের মাঝে প্রধান অতিথি থেকে এইসব শীতবস্ত্র বিতরণ করেন দীপংকর তালুকদার এমপি।
এসময় রাঙামাটি সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমন, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সজল চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রতি যথেষ্ঠ আন্তরিক। পার্বত্য এলাকায় অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। গত ১ যুগ ধরে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্ঠায় রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। রাস্তা, ঘাট, কালবার্ট, ব্রীজ, মসজিদ, মন্দির, ধর্মীয় উপাসনালয়সহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ফলে এ সরকারের আমলে পার্বত্য এলাকায় টেকসহ উন্নয়ন হচ্ছে।
তিনি আরও বলেন, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক হওয়ার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে।