প্রবীন সাংবাদিক ‘গুইমারা প্রেসক্লাব সভাপতি’কে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক:: গুইমারা প্রেসক্লাব সভাপতি প্রবীন সাংবাদিক নুরুল আলমকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গুইমারা প্রেসক্লাবের সাংবাদিকরা। ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় গুইমারা প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
পেশাকে পুঁজি করে কথিত সাংবাদিক ও গুইমারা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য দিদারুল আলম দিদার নামের এই যুবক গুইমারা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক সকালের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি নুরুল আলম অশালীন আচরণ ও হুমকি ঘটনায় জড়িত দিদারুল আলম এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচী দেওয়ার সিধান্ত নেয় পেশাজীবি সাংবাদিকসহ গুইমারা প্রেসক্লাব নেতৃবৃন্দরা।
গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহামেদ, অর্থ সম্পাদক শাহ আলম রানা, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, নির্বাহী সদস্য জনী ভট্টাচার্জ, আশ্রাফুল ইসলাম বেলাল, দিদারুল ইসলাম হৃদয়,মহিউদ্দিন প্রমূখ।
গত ০৮ ডিসেম্বর ২০২১ (বুধবার) দুপুরে দিদারুল আলমের স্ত্রী রিনা আক্তারকে নির্যাতনের ঘটনায় গুইমারা থানায় বৈঠকে বসে। এ সময় রিনা আক্তারের বড় বোন সাবেক মেম্বার বিবি হাওয়া ধনের অনুরোধে গুইমারা প্রেসক্লাবের সভাপতি (সাংবাদিক) নুরুল আলম গুইমারা থানার বৈঠকে উপস্থিত হয়। বৈঠক চলাকালে দিদারুল আলম সাংবাদিক নুরুল আলমকে দুই পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করে থানা থেকে বাহির হলে দেখিয়ে দিবে বলে হুমকি দেয়। তৎক্ষণিক বিবি হাওয়া ধন এ হুমকি ও খারাপ ব্যবহারের প্রতিবাদ জানান।
বিষয়টি অবগত গুইমারা থানার ওসিকে অবগত করা হয়। গুইমারা প্রেসক্লাব তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করে অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে বলে হুশিয়ারী জানান। ঘটনার বিষয় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ ও গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান কে অবগত করা হয়েছে।