নুরুল আলম:: জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, মানব বন্ধন, আলােচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের ন্যায় খাগড়াছড়িতে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরােধী দিবস-২০২১।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরােধী দিবস অনুষ্ঠানের আলােচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরােধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেএম ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার মােহাম্মদ মনিরুজ্জামান, দুদকের সহকারী পরিচালক জিএম আহসানুল কবীর ও সচেতন নাগরিক কমিটির সদস্য জহুরুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আলােচনা সভায় প্রধান অতিথি প্রতাপ চন্দ্র বিশ্বাস সকলকে সচেতন ও দেশ প্রেমিক হবার আহ্বান জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে না বলতে হবে। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গড়ায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।