শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

পার্বত্য চুক্তির ২৪তম বৎসর পূর্তিতে গুইমারা বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নুরুল আলম:: পার্বত্য শান্তি চুক্তির পূর্তি উপলক্ষে গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বর্ষপূতি পালিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে বিকালে ভলিবল টুর্নামেন্ট, মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০ পর্যন্ত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আয়োজনে সহস্্রাধিক পাহাড়ি বাঙ্গালীর অংশ গ্রহনে সকালে হাফছড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র‌্যালীটি শুরু হয়। পরে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিদওয়ানুর রহমান। অন্যান্যের মধ্যে বিজিবির গুইমারা সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালা উদ্দিন নয়ন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতিতে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আওয়ামীলীগ সরকার পার্বত্য চুক্তি করে। এ চুক্তির অধিকাংশ ধারা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী ও সরকারে প্রচেষ্ঠা অব্যহত রয়েছে।

এসময় সেনা ও বিজিবির পদস্থ কর্মকর্তাগণ সহ ৫ উপজেলা চেয়ারম্যানগণ এবং সর্বস্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে শান্তি মেলার উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার।

সন্ধ্যা ৬ ঘটিকায় সম্প্রীতি কনসার্ট শুরু হয়। সম্প্রীতি কনসার্টের সমাপ্তির পর অঞ্চল সদর দপ্তরের পক্ষ থেকে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় জেলা প্রশাসক, জিএম অঞ্চল, ভারপ্রাপ্ত সেকেন্ডারি গুইমারা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য বেসামরিক ও মিলের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exif_JPEG_420

অপর দিকে, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে শান্তিচুক্তির ২৪ বৎসর পূর্তি উপলক্ষে গুইমারায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের অংঙ্গ সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!