শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে ১৮ লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার করেছেন। সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা হত বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ।

২১ নভেম্বর রবিবার বিকেলের দিকে গুইমারা সেনা রিজিয়নের এমপি চেকপোস্টের সামনে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

জানা গেছে, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আনা ভারতীয় ওষুধগুলো খাগড়াছড়ি থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাসে ফেনী-জ-০৫-০০০৫) পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: নিজাম উদ্দিনের নেতৃত্বে গুইমারা সেনা রিজিয়নের এমপি চেকপোস্টে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে সাত কার্টন ভারতীয় ওষধ জব্দ করা হয়।

তবে এসময় ওষুধ পাচারের সঙ্গে জড়িত কাউকে খুঁেজ পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে জব্দকৃত ভারতীয় ওষুধ গুইমারা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

গুইমারা থানার কর্মরত অফিসার জানান, ঔষদগুলো রাতে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

যেকোনো মূল্যে চোরাকারবারীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক বলেন, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিসহ সব অপরাধ বন্ধে সেনাবাহিনী বদ্ধপরিকর। জব্দকৃত ভারতীয় ওষুধের বাজারমূল্য ১৮ লাখ টাকার বেশি বলেও জানান তিনি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!