নিজস্ব প্রতিবেদক:: গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান গুইমারা সদর ইউপি নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউপি মংশে চৌধুরী ও সিন্দুকছড়ি ইউপি রেদাক মারমার সাথে ১৭ নভেম্বর বুধবার সকাল ১০টায় গুইমারা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক বৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতি ছিলেন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আলি, সাধারণ সম্পাদক এম দুলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনন্দ সৌম, অর্থ সম্পাদক শাহ আলম রানা, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সাচিং মারমা, নির্বাহী সদস্য আশ্রাফুল ইসলাম বেলাল, দিদারুল ইসলাম হৃদয়, রুবেল পাল।
অপরদিকে পৃথক পৃথক ভাবে সংবর্ধণা সভায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীরণ পাল, সাংগঠনিক সম্পাদক ইখতেয়ার চৌধুরী পালাশ, উপজেলা সেচ্ছা সেবকলীগ সভাপতি মংশেচিং মারমা চাইশে সহ তিন ইউপি নির্বাচিত মেম্বারগণ উপস্থিত ছিলেন।