শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

পাহাড়ে দুস্থদের চিকিৎসা নিশ্চিত করতে এগিয়ে এলো বাংলাদেশ সেনাবাহিনী

খাগড়াছড়িতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি সদর জোন কর্তৃক সদর উপজেলার বড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক হতদরিদ্রের পাশে দাড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। শনিবার (১৩ নভেম্বর ২০২১) পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনে উপজাতীয় জনগোষ্ঠীর লোকজনরা অংশ নেয়।

বিনামূল্যে চিকিৎসা (মেডিকেল ক্যাম্পেইন) এ উপস্থিত ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক, এ্যাডজুটেন্ট, খাগড়াছড়ি সদর জোন এর সাথে একান্ত সাক্ষাতে জানা যায় এ ধরণের সেবামূলক কার্যক্রম খাগড়াছড়ি সদর জোন কর্তৃক ভবিষ্যতেও পরিচালিত হবে। মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতার অনুরোধ জানান।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌফিকুল বারী জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক এ ধরনের পদক্ষেপ চলমান থাকবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!