আল-মামুন, খাগড়াছড়ি::: শেষ মূহুত্বের নির্বাচনী প্রচারনা জমে উঠেছে পাহাড়। নির্বাচনী প্রচারণার শেষ দিনে গুইমারার ৩ ইউপির শেষ মূহুত্বের নৌকার প্রার্থীর জয় নিশ্চিত করতে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটেছেন গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা।
আওয়ামীলীগ মনোনিত নৌকার ৩ প্রার্থীর মধ্যে গুইমারা সদর ইউপি চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বাইল্যাছড়ি ১নং রাবার বাগান এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে এই এলাকা থেকে ঐ এলাকা ছুটেছেন তিনি। চলছে মাইকিংসহ নানা প্রচারনা।
ভোটারদের নৌকার প্রার্থী গুইমারা ইউপি চেয়ারম্যান পদে নির্মল নারায়ন ত্রিপুরাকে জয়যুক্ত করলে উন্নয়ন তরান্বিত হবে মন্তব্য করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং এলাকার উন্নয়নের নানা চিত্র তুলে ধরে ভোট দেওয়ার আহবান জানান গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা।
এ সময় নানা বয়সীদের কাছে নৌকার পক্ষে দোয়া চাওয়া,উঠান বৈঠক ও ঘরে ঘরে গিয়ে নৌকা প্রার্থীর লিপলেট বিতরণ করেন ঝর্ণা ত্রিপুরাসহ প্রচারণায় অংশ গ্রহণকারীরা। নৌকা জয়ে হয় উন্নয়ন,অগ্রগতির গতিধারায় এগিয়ে নিতে ভোটাররা তাদের মুল্যবান ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবেন বলে অভিমত ব্যক্ত করে পাইরুই অং মারমা (কারবারী) ঝর্ণা ত্রিপুরাকে ভোটে জয়যুক্ত হলে বাইল্যাছড়ি ১নং রাবার বাগান এলাকায় বিদ্যুত ও সড়ক উন্নয়নের দাবী জানান।
গুইমারা উপজেলার ৩ ইউনিয়নে সদর,হাফছড়ি ও সিন্দুকছড়িতে বেশ জমে উঠেছে শেষ সময়ের প্রচারণা। দ্বিতীয় ধাপে অনুষ্টিতব্য ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুইমারা সদর ইউপিতে চেয়ারম্যান পদে-নৌকা প্রতীকে নির্মল নারায়ন ত্রিপুরা,স্বতন্ত্র কংজুরী মারমা আনারস ও হাতপাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: মাগফার হোসেন লড়ছেন। হাফছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে মংশে চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল নিয়ে আইয়ুব আলী, হাতপাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: সেলিম হাওলাদার, স্বতন্ত্র সাচিংঅং মারমা আনারস, সিন্দুকছড়ি ইউপিতে নৌকা প্রতীকে রেদাক মারমা, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে সুদুঅং মারমা, স্বতন্ত্র প্রার্থী আনু মারমা (চশমা) প্রতীকে মাঠে নেমেছে।
গত বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৫টা পর্যন্ত গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রির্টানিং অফিসার রিকল চাকমা ও আলমগীর হোসেন।
রির্টানিং অফিসার রিকল চাকমা নির্বাচন সংশ্লিষ্টরা গুইমারার তিন ইউপিতে অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের কথা জানান নির্বাচন অফিস সূত্র।