নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিত তবলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতা করে স্বতন্ত্র প্রার্থী মো: আবুল কাশেম ভূইয়ার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেয়ায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) মো: জামাল উদ্দিনকে আওয়ামীলীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) রাতে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও সাধারণ সম্পাদক সুবাস চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তবলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুর মোহাম্মদকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলেও তারা দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যা গঠনতন্ত্রের ৪৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। তাই খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নিদের্শে গঠনতন্ত্রে ৪৭ (৯) ধারা মোতাবেক তাদেরকে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে গঠন তন্ত্রের ৪৭ (১১) ধারা অনুযায়ী সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কারের জন্য জেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর পাঠানো হয়েছে।
এর আগে মাটিরাঙ্গার আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: জমির আলী ভূইয়াসহ পাঁচ বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় চার ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।