শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

নিয়োগ স্বচ্ছতার রেজাল্টে উচ্ছ্বাসিত চাকুরী প্রত্যাশীরা

১’শ টাকায় খাগড়াছড়িতে “বাংলাদেশ পুলিশে চাকুরী”

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি শ্লোগানে পথচলা বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ/নারী) পদে নিয়োগ পরীক্ষা’২০২১ ফলাফল প্রকাশিত হয়েছে খাগড়াছড়িতে।

খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এই ফলাফলে ঘোষনার পর বেকার চাকুরী প্রত্যাশীদের সুযোগ পেয়ে নতুন আশার আলো ফিরেছে তাদের মাঝে। “সরকারি চাকরীর প্রত্যাশায় শিক্ষিত বেকার যুবকরা যখন ঘুরে বেড়াচ্ছে দেশের এই প্রান্ত থেকে অন্য প্রাপ্ত সে সময় খাগড়াছড়িতে স্বচ্ছতার ভিত্তিতে শুধুমাত্র ১শ টাকায় ব্যাংক ড্রাফটে বাংলাদেশ পুলিশের চাকুরীতে সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত চাকুরী প্রত্যাশীরা।

বৃহস্প্রতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌখিক পরীক্ষা ও ভাইবা পরীক্ষায় উর্ত্তীণ ১২জন পুরুষ পুলিশ সদস্য ও ২ জন নারী পুলিশের মধ্যে এক জনের পরিক্ষার ফলাফলে এমন উচ্ছ¦াস প্রকাশ পায়।

চাকুরী প্রত্যাশাদের ধারাবাহিক নিয়মে স্বচ্ছতা ও জবাব দিহীতার মধ্য দিয়ে লিখিত,মৌখিক ও শারিরীক ভাবে পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার পর ফলাফল প্রকাশ করেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ। এ সময় তিন সদস্যের যাছাই-বাছাই টিম এই নিয়োগ স্বচ্ছতার মধ্য দিয়ে শেষ করেন।

এ সময় পুলিশ সুপার আবদুল আজিজ বলেন, পুলিশ সদস্যরা তাদের সেবার মান বৃদ্ধির মানসিকতা নিয়ে এগিয়ে আসবে মন্তব্য করে মানুষের কল্যাণে কাজ করলে এগিয়ে যাবে দেশ। সে সাথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করাসহ জনমূখী কাজে নিজেদের আত্মনিয়োগের উপর গুরুত্বারোপ করেন তিনি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!