নুরুল আলম:: দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। ১ নভেম্বর জাতিয় যুব দিবস ২০২১ সোমবার সকাল ১০টায় গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তারের সভাপতিত্বে জাতিয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতেপ্রধান অতিথি হিসাবে ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহ আলম, উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ব্যকার কল্যান সমিতির সভাপতি সুবেদ আল মামুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের নারী পুরুষ, সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
সভার সভাপতি বলেন, আগামী দিনের যুব সমাজকে সামাজিক সকল কর্মকান্ডে এগিয়ে যেতে হবে। যুব সমিতির মাধ্যমে ব্যকারত্ব দুর করতে হবে এবং এলাকার যুবক যুবতীদেরকে নিয়ে আরো বেশি করে সমিতি সহ প্রজেক্ট প্রকল্পে কাজ করে তারা সাভলম্বি হয়ে দেশকে উন্নত দেশে পরিণত করতে হবে।