নিজস্ব প্রতিবেদক, গুইমারা:খাগড়াছড়ির গুইমারা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর ২০২১ সকাল ১০ টা থেকে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যাছাই বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন রির্টানিং অফিসার রিকল চাকমা ও আলমগীর হোসেন। এসময় ৩ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১০জন, সাধারণ সদস্য পদে ৭২জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। জাচাই বাছাইয়ের সময় তথ্যগত ভুল পাওয়ায় সিন্দুকছড়ি ইউপির চেয়ারম্যান প্রার্থী সুদিপ্ত ত্রিপুরা পিতা মনেন্দ্র ত্রিপুরার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা সহ সরকারী বেসরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক ও প্রার্থীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে গুইমারা উপজেলার ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন।