নিজস্ব প্রতিবেদক, গুইমারা:: খাগড়াছড়ি জেলার গুইমারা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপূত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
১৮ অক্টোবর সোমবার সকাল ৮ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল এবং কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। আলোচনা সভায় বক্তারা
শিশু রাসেলের জন্মদিনের আলোচনায় বলেন, বঙ্গবন্ধু জাতির জনকের কনিষ্ঠপূত্র শেখ রাসেলের জন্মদিন পালন করতে এসে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারন একটি ফুলকে ফুটতে দেয়নি ঘাতকদের দল । তারা বলেন শেখ রাসেলেকে বুলেটের আঘাতে কেড়ে নিলেও চেতনা থেকে মুছতে পারেনি। ইতিহাসের পাতা ও মানুষের হৃদয়ে বেচে থাকবে চিরকাল। এ সময় গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।