নুরুল আলম:: খাগড়াছড়ি গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার ভাঙ্গারী ব্যবসায়িক শানু মুসল্লি (৫১) নিখোঁজ গত চার দিন। সে জালিয়াপাড়া এলাকার মৃত আব্দুস সামাত মুসল্লির ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, গত ১৩ অক্টোবর (বুধবার) সকালে সে ঘর থেকে বের হয় সিন্দুকছড়ি ধুরুং খাল এলাকায় যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যায় বাড়ীতে ফিরে না আসায় তার স্ত্রী মোবাইলে যোগাযোগ করে।
পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুজি করে। পরে গত ১৫ অক্টোবর গুইমারা থানায় সাধারণ ডায়েরি করে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। পুলিশ তার খোঁজের বিষয়ে তৎপর রয়েছে।
তবে প্রতিবেশীরা জানান, এর আগেও বেশ কয়েকবার পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে গিয়ে বিভিন্ন স্থানে ছিলো সে।