নিজস্ব প্রতিবেদক:: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে চট্টগ্রাম বিভাগের জেলা সমূহের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় চূড়ান্ত করা হয়।
মনোনয় দাখিল ১৭ অক্টোবর, মনোনয়ন বাছাই ২০ অক্টোবর ২০২১, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর ২০২১ ভোটগ্রহন ১১ নভেম্বর ২০২১। উল্লেখিত সূচি অনুযায়ী স্থানীয় সরকার (্ইউপি) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১৫ অনুসারে মনোনয়নপত্র গ্রহন বা বাতিল আদেশ বিরুদ্ধে আপিল দায়েরর শেষ তারিখ ২৩ অক্টোবর ২০২১ এবং দায়েরকৃত আপিল ২৫ অক্টোবর ২০২১ নিষ্পত্তি করতে হবে। তাছাড়া প্রার্থিতা প্রত্যাহারের জন্য শেষদিন ২৫ অক্টোবর ২০২১ পরের দিন অর্থাৎ ২৭ অক্টোবর ২০২১ বুধবার প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করতে হবে। মনোনয়ন ও প্রার্থিতা বিষয়ক অন্যান্য কার্যক্রম উল্লেখিত সময়সূচির সাথে সমন্বয় করে সম্পন্ন করতে হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ইউপির প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ বৈঠক মঙ্গলবার শেষ হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরগনর উপজেলার গুনিয়াউক ইউনিয়নে মো. জিতু মিয়া, ভলাকুটে রুবেল মিয়া, গোকর্ণে ছোয়াব আহমেদ হৃতুল, হরিপুরে দেওয়ান আতিকুর রহমান, কুন্ডায় মো. ওয়াছ আলী, পূর্বভাগে মো. আক্তার মিয়া, বুড়িশ্বরে এ টি এম, মোজাম্মেল হক সরকার, ধরমন্ডলে মো. বাহার উদ্দিন চৌধুরী, চাপড়তলায় মো. মনসুর আলী ভূঁইয়া, চাতলপাড়ে শেখ আব্দুল আহাদ, ফান্দাউকে ফারুকুজ্জামান ফারুক, গোয়ালনগরে মো. কিরণ মিয়া, নাসিরনগরে মো. আবুল হাসেম চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।
কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে মো. ওমর ফারুক, গোবিন্দপুরে নিজাম উদ্দিন শামীম, উত্তরদায় মো. ইমাম হোসেন, আজগরায় মো. নজরুল ইসলাম, লাকসাম পূর্ব ইউনিয়নে আলী আহাম্মদ, মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নে আঃ বাতেন, মানিকারচরে মো. জাকির হোসেন, চন্দনপুরে মো. আহসান উল্যাহ, চালিভাঙ্গায় মো. লতিফ সরকার, বড়কান্দায় মো. আবুল কাসেম, গোবিন্দপুরে মোহাম্মদ মাইন উদ্দিন (তপন), লুটেরচরে মো. সানাউল্লাহ শিকদার, ভাওরখোলায় মো. সিরাজুল ইসলাম, তিতাস উপজেলার সাতানী ইউনিয়নে পরিষদে মো. শামসুল হক সরকার, জগতপুরে মজিবুর রহমান, বলরামপুরে মো. নূর নবী, কড়িকান্দিতে মো. সাইফুল আলম, কলাকান্দিতে মো. হাবিবুল্লাহ বাহার, ভিটিকান্দিতে বাবুল আহমেদ, নারান্দিয়ায় মো. আরিফুজ্জামান ভূঁইয়া, জিয়ারকান্দিতে মোহাম্মদ আলী আশরাফ, মজিদপুরে মো. জাহাঙ্গীর আলম চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন।
চাঁদপুর জেলার সদর উপজেলায় বিষ্ণুপুর ইউনিয়নে মো. নাছির উদ্দিন খান, আশিকাটিতে মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুরে মো. মাসুদুর রহমান নান্টু, রামপুরে মো. আল মামুন পাটওয়ারী, মৈশাদীতে মো. নুরুল ইসলাম, তরপুরচন্ডীতে ইমাম হাসান, বাগাদীতে মো. বেলায়েত হোসেন, বালিয়ায় মো. রফিকুল্যা পাটওয়ারী, চান্দ্রাতে খান জাহান আলী কালু পাটওয়ারী, হানারচরে মো. মুকবুল হোসেন মিয়াজী, ফেনী জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী ইউনিয়নে মো. সেলিম, মুন্সিরহাটে নুরুল আমিন ভূঁইয়া, দরবারপুরে নিজাম উদ্দিন মজুমদার, আমজাদহাটে মীর হোসেন, আনন্দপুরে মো. হারুন মজুমদার, জিএমহাটে সৈয়দ জাকির হোসেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নে মো. আরিফুর রহমান মাহমুদ, গোপালপুরে মো. কামরুল হুদা, জিরতলীতে রফিকুল ইসলাম, আলাইয়ারপুরে মো. গিয়াস উদ্দিন, ছয়ানীতে মো. শাহাদাত হোসেন, রাজগঞ্জে মোস্তাফিজুর চৌধুরী, একলাশপুরে মো. আলমগীর কবির ভূঁইয়া, বেগমগঞ্জে মো. মোস্তফা কামাল, নরোত্তমপুরে মো. হারুন, দুর্গাপুরে আবেদ সাইফুল কালাম, কুতুবপুরে নুরুল হুদা, রসুলপুরে নুরুল হোসেন, হাজীপুরে মো. শাহ আজিম, শরীফপুরে মো. আমিনুর রসুল, কাদিরপুরে মো. ছালাহ উদ্দিন চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর গাজী ইউনিয়ন পরিষদে মো. তাওহীদুল ইসলাম, চরলরেঞ্জে এ কে এম নুরুল আমিন, চরমার্টিনে মোহাম্মদ ইউছুফ আলী, চর কাদরীতে মো. নুরুল ইসলাম, কক্সবাজার জেলার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে কামাল উদ্দিন, চৌফলদন্ডীতে মুজিবুর রহমান, ঝিলংজাতে টিপু সুলতান, খুরুশকুলে মো. শাহজাহান ছিদ্দিকী, পি, এম, খালীতে সিরাজুল মোস্তফা, রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নে নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুলে নুরুল হক, গর্জনিয়াতে মুজিবুর রহমান, ঈদগড়ে নুরুল আলম, জোয়ারিয়ানালায় কামাল সামশুদ্দীন আহমদ, কচ্ছপিয়ায় নুরুল আমিন, খুনিয়াপালংয়ে আবদুল মাবুদ, কাউয়ারখোপে ওসমান সরওয়ার মামুন, রশিদনগরে মো. মোয়াজ্জম মোর্শেদ, রাজারকুলে সরওয়ার কামাল, দক্ষিণ মিঠাছড়িতে খোদেসতা বেগম রীনা, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে মো. শাহ আলম, জালিয়াপালংয়ে এসএম ছৈয়দ আলম, রাজাপালংয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নপালংয়ে নুরুল হুদা, পালংখালীতে আবুল মনজুর চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদে এইচ, এম, তাজুল ইসলাম নিজামী, বারৈয়াঢালায় মো. রেহান উদ্দিন, মুরাদপুরে এস এম রেজাউল করিম, বাড়বকুন্ডে ছাদাকাত উল্যাহ, বাঁশবাড়ীয়ায় মো. শওকত আলী, কুমিরায় মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়িতে মনির আহমদ, ভাটিয়ারীয় মো. নাজীম উদ্দিন, সলিমপুরে মো. সালাউদ্দীন আজীজ, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদে মো. এনায়েত হোসেন, হিঙ্গুলিতে সোনা মিয়া, জোরারগঞ্জে মোহাম্মদ রেজাউল করিম, ধুমে আবুল খায়ের মো. জাহাঙ্গীর, ওসমানপুরে মো. মফিজুল হক, কাটাছড়ায় রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, দুর্গাপুরে এস এম আবু সুফিয়ান, মিরসরাইয়ে মো. শামছুল আলম, মিঠানালায় এম এ কাশেম, মঘাদিয়ায় মো. জাহাঙ্গীর হোসাইন, খৈয়াছড়ায় মাহফুজুল হক, মায়ানীতে কবির আহম্মদ নিজামী, ওয়াহেদপুরে মোহাম্মদ ফজলুল কবির, সাহেরখালীতে মোহাম্মদ কামরুল হায়দার চৌধুরী, হাইতকান্দিতে জাহাঙ্গীর কবির চৌঃ, ইছাখালীতে মো. নুরুল মোস্তফা, ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়ন পরিষদে মো. রুস্তম আলী, দাঁতমারায় মো. জানে আলম, নারায়নহাটে মো. হারুন রশিদ, হারুয়ালছড়িতে জুলফিকার আলী, পাইন্দংয়ে শাহ আলম সিকদার, কাঞ্চননগরে মোহাং দিদারুল আলম, সুন্দরপুরে মোহাং শাহনেওয়াজ, লেলাংয়ে সরোয়ার উদ্দীন, রোসাংগিরীতে সোয়েব আল ছালেহীন, বক্তপুরে মো. সোলায়মান, জাফতনগরে আবদুল হালিম, ধর্মপুরে কাজী মাহমুদুল হক, আবদুল্লাহপুরে মুহাম্মদ অহিদুল আলম, সমিতির হাটে মো. হারুন অর রশীদ ইমন চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদে মো. পেয়ার আহম্মদ মজুমদার, তবলছড়িতে নুর মোহাম্মদ, বড়নালে মো. ইউনুস মিয়া, আমতলিতে মো. আবদুল গণি, গোমতিতে মো. তফাজ্জল হোসেন, বেলছড়িতে মো. রহমত উল্লাহ, মাটিরাঙ্গায় হেমেন্দ্র ত্রিপুরা, গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নে নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়িতে রেদাক মারমা, হাফছড়িতে মংশে চৌধুরী, রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নে পবিত্র চাকমা, বরকলে প্রভাত কুমার চাকমা, আইমাছড়ায় মো. নাছির উদ্দিন, বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি ইউনিয়নে ভদ্রসেন চাকমা, কেংড়াছড়িতে রামাচরন মার্মা, ফারুয়ায় বিদ্যালাল তনচংগ্যা, বড়থলিতে সত্য চন্দ্র ত্রিপুরা, কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়ন পরিষদে থোয়াই সা প্রু, চিৎমরমে নেথোয়াই মার্মা, কাপ্তাইয়ে আব্দুল লতিফ, ওয়াগ্গাতে চিরনজীত তনচংগ্যা, বান্দারবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে মোহাম্মদ আলম, দোছড়িতে মোহাম্মদ ইমরান, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে বাথোয়াইচিং মার্মা, লামা সদর ইউনিয়নে মিন্টু কুমার সেন, ফাসিয়াখালীতে মো: নুরুল হোসাইন, আজিজনগরে মো. জসিম উদ্দীন, সরইয়ে মোহাম্মদ ইদ্রিছ, রূপসীপাড়ায় ছাচিংপ্রু মার্মা, ফাইতংয়ে মোহাম্মদ ওমর ফারুক চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।
খাগড়াছড়ি সদর
খাগড়াছড়ি
গুইমারা
দীঘিনালা
পানছড়ি
পানছড়ি
পার্বত্য চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
মহালছড়ি
মাটিরাঙ্গা
মানিকছড়ি
রাঙ্গামাটি সদর
রামগড়
লক্ষ্মীছড়ি