নিজস্ব প্রতিবেদক, গুইমারা:: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ১১ থেকে ১৫ অক্টোবর ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
গুইমারা দার্জিলিং টিলা কেন্দ্রীয় কালী মন্দির পুজো কমিটির সাধারণ সম্পাদক আনন্দ সোম বলেন, এ বছর খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মোট ৫ টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে। ১১ থেকে ১৫ অক্টোবর ৫ দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।
গুইমারার পূজা মন্ডপ পরির্দশনের সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী (অপু), জেলা পরিষদের সম্মানিত সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমা, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লবশীল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সৌমসহ উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা। পরিদর্শনের সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী অপু পূজা মন্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন।