নুরুল আলম:: নির্বাচন কমিশন থেকে নির্বাচনী তফশিল ঘোষনার পর থেকেই গুইমারায় চলছে নির্বাচনী উৎসব আমেজ। চলছে কানাঘুষা, কে হতে চলছে আগামীর নির্বাচনে নতুন ইউপি চেয়ারম্যান। অনেকেই চাচ্ছেন দলীয় প্রতিক পেয়ে নির্বাচনে দাড়াতে বা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও নিজের ইচ্ছার কথা পোষন করছেন। আবার অনেকে মনোনয়নের প্রত্যাশায় উপরের মহল থেকে আশির্বাদের আশায় দৌড়াদৌড়ি করছেন।
গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল মনোনয়ন প্রত্যাশী নৌকার প্রতিকের জন্য, তার সাথে গুইমারা উপজেলা আওয়ামিলীগের দফতর সম্পাদক কংজরী মারমা, গুইমারা ইউপির সাবেক চেয়ারম্যান নগেন্দ্র নারায়ন ত্রিপুরার ছেলে নির্মল নারায়ন ত্রিপুরা। আবার গুইমারার আওয়ামিলীগের সহ সভাপতি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুইজাইউ মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান প্রার্থী আয়ুইব আলী ও মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান প্রার্থী সুপ্রুচাই মারমা (বর্তমান সভাপতি সিন্দুকছড়ি ইউপি আওয়ামীলীগ), রেদাক মারমা (বর্তমান চেয়ারম্যান ও সিন্দুকছড়ি ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি), সুইনাপ্রু মারমা (সাবেক চেয়ারম্যান সিন্দুকছড়ি ইউপি) ও বেশ আশাবাদি আওয়ামিলীগের দলীয় প্রতিকের নির্বাচন পেতে।
গত ২৯ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদ (২য় ধাপ) সাধারন নির্বাচনের তফশিল ঘোষনা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর রবিবার, মনোনয়নপত্র বাচাইয়ের তারিখ ২০ অক্টোবর বুধবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ শে অক্টোবর মঙ্গলবার, এবং ভোটগ্রহনের তারিখ ১১ নভেম্বর বৃহস্পতিবার নির্ধারন করা হয়েছে।
নির্বাচনে যেই আসুক সাধারন ভোটারদের প্রত্যাশা, মনোনয়ন প্রত্যাশিরা এখন যেভাবে ভোটারদের কাছাকাছি বা পাশাপাশি থাকছেন জনপ্রতিনিধি হওয়ার পর ও তাদের এই ধারাকহিকতা অব্যাহত থাকার পাশাপাশি সুখে দুখে ভোটারদের পাশে সবসময় থাকবেন বলে আশা প্রকাশ করছেন তারা।