নুরুল আলম:: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারায় সকল ইউনিয়নের প্রার্থীদের নিয়ে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মেমং মারমার ২ অক্টোবর সকাল ১০ টায় এক জরুরী বৈঠক করেন গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম ভবনে।
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোট হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব মোঃ হুমায়ন কবীর খোন্দকার বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।
এই নির্বাচন কে সামনে রেখেই খাগড়াছড়ির গুইমারা উপজেলার সকল ইউনিয়নের প্রার্থীদের নিয়ে গুইমারা সরকারী মডেল হাই স্কুলের অডিটোরিয়ামের হল রুমে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মেমং মারমা। গুইমারা উপজেলার তিনটি ইউনিয়ন যথা গুইমারা সদর, হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। স্ব স্ব ইউপি সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়। এতে গুইমারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জণার্ধন সেন সভাপতিত্ব করেন এবং হাফছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি মেমং মারমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের একে অপরের সাথে সমযোতা করার প্রস্তাব দিলে তারা ঐক্য মতে পৌছাতে না পারায় জেলা কমিটি সিদ্ধান্তে প্রার্থী বাছাই হবে বলে জানিয়েছেন তিনি।
এতে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত সহ সভাপতি আবু তাহের, শমীরন পাল, আওয়ামীলীগ নেতা রোস্তুম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।