নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারায় দেশীয় তৈরী এলজি, এ্যামোশিন,সেনাবিরোধী পোষ্টারসহ রঞ্জিত বাবু (৪৭) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।
সে রামগড়ের জগন্নাথপাড়ার শিশির মহাজন’র ছেলে রঞ্জিত বাবু। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় এলজি, ১টি এ্যামোনিশন, সেনাবিরোধী পোষ্টার,১টি মোবাইল,নগদ ১৬৫০ টাকাসহ তাকে আটকের পর গুইমারা থানায় হস্থান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, অস্ত্র ও রাষ্ট্র বিরোধী পোষ্টারসহ রঞ্জিত নামের একজনকে আটক করেছে। এ নিয়ে গুইমারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।
সেনাবাহিনী সূত্র জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের টহল দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে যাত্রীবাহি বাস (ঢাকা মেট্টো-জ-১১-০৯৯৫) তল্লাশি চালিয়ে অবৈধ একটি অস্ত্র উদ্ধারসহ রঞ্জিত বাবুকে আটক করতে সক্ষম হয়।