আল-মামুন,খাগড়াছড়ি :: খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের মহাজনপাড়াস্থ ইংলিশ ভয়েস স্কুল ও বাস টার্মিনাল আল-আমিন এফ আর স্কুলে শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মধু সুদন দেবনাথ,সাধারণ সম্পাদক মো: ইউনুছ মিয়া,বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আবু তাহের এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এতে আল-আমিন এফ আর স্কুলের প্রধান শিক্ষক সুধীর চন্দ্র সরকার,পরিবহণ সংগঠনের সদস্য মো: ফরিদ, খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড এর হিসাব রক্ষক মো: মমিনুল হক,অফিস সহকারী আবুল কালাম সোহেল উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, করোনা সংক্রমণ রোধে সকলকে সচেতন থাকতে হবে। তবেই করোনা প্রতিরোধ সম্ভব। ব্যবহার সরকার নির্দেশিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।