নুরুল আলম:: পানছড়ি ফুটবল একাডেমিকে ক্রীড়া সামগ্রী প্রদান করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক অরুণ কুমার শীল, একাডেমিক গোলরক্ষক কাউছার আহমেদ ও কৃতি ফুটবলার জুবায়ের ইমন। ক্রীড়া প্রেমী পার্থ ত্রিপুরা জুয়েল এর আগেও পানছড়ি ফুটবল একাডেমিকে ত্রীড়া সামগ্রী প্রদান করে কোমলমতি খেলোয়াড়দের মনের কঠোরে ঠাঁই করে নিয়েছেন।
প্রশিক্ষক ক্যাপ্রুচাই মারমা জানান, পার্থ ত্রিপুরা জুয়েল ক্রীড়াঙ্গনের জন্য একজন উদার মনের মানুষ। তাঁর হাত ধরে জেলার ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে।
২০ সেপ্টেম্বর (সোমবার) সকাল দশটায় পার্থ ত্রিপুরা জুয়েলের পক্ষে একাডেমির প্রধান প্রশিক্ষক ক্যাপ্রুচাই মারমা’র হাতে ক্রীড়া সামগ্রী (আটটি ফুটবল) তুলে দেন পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: জহিরুল আমিন রুবেল। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল আমিন রুবেল জানান, পানছড়ি ফুটবল একাডেমির পাশে সব সময়ে সহযোগিতার হাত থাকবে বলে জানিয়েছেন পার্থ ত্রিপুরা জুয়েল। একাডেমির পক্ষ থেকে পার্থ ত্রিপুরা জুয়েলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।