নুরুল আলম:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে জাহিদ আহম্মেদ টুটুল(৬৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকার গভীর খাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি মাটিরাঙ্গার ওয়াসু এলাকার বাসিন্দা। সকালে স্থানীয়রা গভীর খাদে মোটরসাইকেলসহ ওই ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে জানায়।
মাটিরাঙ্গা থানার ওসি মো: আলী জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দূর্ঘটনা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করা বিস্তারিত জানা যাবে।
নিহত জাহিদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল খাগড়াছড়ি জেলা শাখার আহ্বাক ছিলেন। বর্তমানে সাম্যবাদ আন্দোলনের জেলা আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ির সাবেক নেতা কবির হোসেন বলেন, তিনি বান্দরবান থেকে রাঙ্গামাটি হয়ে রাতে মাটিরাঙ্গা ফিরছিলেন। পথে সাপমারা নামক এলাকায় এই ঘটনা ঘটে। হয়তো ঝুম বৃষ্টিতে মোটরসাইকেল নিয়ন্ত্রন করতে না পেরে খাদে পড়ে যান। এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।