আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির দীঘিনালায় কথাকাটাকাটির জেরে বাবা মিন্টু মিয়া (৫১)কে কুপিয়ে হত্যা করেছে নেশাগ্রস্থ ছেলে মোঃ জনি মিয়া(২২)। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নেশাগ্রস্থ সেই ঘাতক ছেলে।
শুক্রবার(১০ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালার জামতলী বাঙ্গালীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, ছেলে জনি মিয়া নেশাগ্রস্থ হয়ে প্রায় ঝগড়া করতো। এ নিয়ে পরিবারে প্রায় বিরোধ হতো। শুক্রবার দুপুরে নতুন করে কলহ দেখা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা মিন্টু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতক ছেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দীঘিনালা থানার এসআই শেখ মিল্টন খন্দকার জানান, নিহতের ঘাড়ে এবং বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।