উদ্ধারে তৎপরতা অব্যাহত
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির চেঙ্গী নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। সাথে থাকার নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ডুবুরিদলসহ স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার দুপুরে উত্তর গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর পাড়ে খেলতে গিয়ে গোসল করতে নেমে পানি স্রোতে ও চেঙ্গী নদীর গভীর খাদে পড়ে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে উত্তর গঞ্জপাড়ার মো. দিদার হোসেনের ছেলে মো. সেলিম ও উজ্জল হোসেনের ছেলে মো. রিফাত চেঙ্গী নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর গভীর খাদে পড়ে দুই জন ডুবে যায়।
পরে জানাজানি হলে স্থানীয়রা তাৎক্ষণিক সেলিমকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নিখোঁজ অপর শিশু রিফাতকে উদ্ধারে স্থানীয় এলাকাবাসী,ফায়ার সার্ভিস,ডুবুরি দল কাজ করছে। এ ঘটনায় ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি সদর সেনা জোনের টহল অংশ নেয়। উদ্ধার তৎরতায় দেখা যায় খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের এক সদস্যকে।
ডুবুরি দল আসতে দেরি দেখে তিনি পানিতে নেমে নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করতে দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ উদ্ধার সম্ভব হয়নি।