নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার আওতাধীন মহালছড়ি রোডের সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খিমুড়া এলাকায় গত ৬ সেপ্টেম্বর ২০২১ রাতের অন্ধকারে দুষ্কৃতি কারীরা তিনটি পরিবারের সেগুন, আম, জাম, গামারী সহ বিভিন্ন জাতের মূল্যবান গাছ কেটে উজার করে দিয়েছে।
বাগানের মালিক আবুল বশর জানান, এর আগেও এই বাগানটি কেটে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি করেছে দুষ্কৃতিকারীরা। তিনি আরো জানান, দুষ্কৃতি কারীরা এভাবে বিভিন্ন এলাকায় বাঙালিদের বাগান কেটে উজার করে দিচ্ছে। আমার মতে তারা রাজনৈতিক কৌশল হিসাবে আমাদের কে এই এলাকা থেকে বিতারিত করা জন্য বাগান বাগিচা কেটে নিস্য করে দিচ্ছে। উল্লেখিত বাগানগুলো কাটার ফলে মো: আবুল বশর, মো: সোহেল ও মো: মিরাবালী নামে এই তিন পরিবারের আনুমানিক ২০ থেকে ২২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
বাগানের মালিক সূত্রে জানা যায়, বাগান কাটার বিষয়টি গুইমারা থানায় অবগত করলে গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নিদের্শক্রমে গুইমারা থানার সাব ইন্সপেক্টর আল-আমিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল ২ বার পরির্দশন করেন।