নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে ২০০৪ সালের ২১শে আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে খাগড়াছড়িতে দোয়া মাহফিল,আলোচনা সভা ও ফুল দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শনিবার (২১ আগস্ট ২০২১) জেলা আওয়ামীলীগের উদ্যোগে নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও আলোচনা সভার করে।
এতে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,সহ সভাপতি কলান মিত্র বড়ুয়া, মংক্যচিং চৌধুরী, তপন কান্তি দে, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল, আওয়ামীলীগ নেতা এড.আশুতোষ চাকমা,শুভ মঙ্গল চাকমা,বিশ্বজিত রায় দাশসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের লক্ষ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু পরিবারের নাম মুছে দিতে এই গভীর ষড়যন্ত্র করেছে মন্তব্য করে পিষ্টপোষক,পরিকল্পনাকারী ,হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।