নিজস্ব প্রতিবেদক, গুইমারা: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় চার দিন ব্যাপি মাশরুম চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে গুইমারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন করের সঞ্চালনায়, উপজেলা কৃষি কর্মকর্তা (অদা) ওঁঙ্কার বিশ্বাষের সভাপতিত্বে, উপজেলা কৃষি ও সেচ ব্যাবস্থাপনা কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী(জাইকা) সহায়তায় প্রশিক্ষনের উদ্বোধন করেন গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা। মাশরুম চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ উদ্বোধনকালে বক্তারা বলেন, সরকার কৃষকদের কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে কৃষকদের কৃষির মান উন্নয়ন নিশ্চিত করছে। তারই ধারাবাহিকতায় গুইমারা উপজেলায় তিন ইউনিয়নের ৬০ জন কৃষকের মাঝে এই মাশরুম প্রশিক্ষণ দিচ্ছে। এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার ওঁঙ্কার বিশ্বাষ, উপজেলা ভাইস চেয়ারমম্যান ঝর্ণা ত্রিপুরা, জাইকার প্রতিনিধি রনি চাকমা, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভার