নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধিনস্থ মাটিরাঙ্গা জোন গোয়েন্দা সংস্থার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ইউপিডিএফ (প্রসীত)’র চিফ কালেক্টর লাল মোহন চাকমা (৩০)কে অস্ত্র ও এ্যামোনিশনসহ আটক করেছে নিরাপত্তাবাহিনী।
জানা যায়, শুক্রবার (৬ আগস্ট) গুইমারা রিজিয়নের অধিনস্থ মাটিরাঙ্গা জোন গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, ইউপিডিএফ (প্রসীত)’র চিফ কালেক্টর লাল মোহন চাকমা (৩০) সাপমারা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন কর্তৃক একটি টহল দল সাপমারা এলাকায় গমন করে। লাল মোহন চাকমা সাপমারা হতে মোটর সাইকেল যোগে পানছড়ির গমনের প্রাক্কালে নিরাপত্তাবাহিনী কর্তৃক তাকে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে ১টি ২২ পিস্তল (মরক্কো), ৪রাউন্ড এ্যামোনিশন এবং চাঁদা আদায়ের রশিদ পাওয়া যায়। আটক চাঁদাবাজকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে গুইমারা থানায় হস্তান্তর করা হয়। গুইমারা থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান জানান, লাল মোহন চাকমা বিরুদ্ধে গুইমারা থানায় বিষ্ফোরক ও চাঁদা আদায় সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় মামলা হয়েছে এবং তাকে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।