নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে বিক্রি নিষিদ্ধ ২৫ কেজি বিষাক্ত পিরানহা জব্দ করা হয়েছে। মাছ বিক্রির দায়ে এ সময় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসাইন এর ভ্রাম্যমান আদালত।
শনিবার খাগড়াছড়ি জেলা শহরের মাছ বাজারে এই ভ্রাম্যমান আদালতের অভিযানে বাজারে বিক্রির জন্য নিয়ে আসা নিষিদ্ধ বিষাক্ত পিরানহা মাছ মজুদের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসাইন মাছ ব্যবসায়ী মো: জাহাঙ্গীর হোসেনকে জরিমানা করেন।
সূত্র জানায়, বাজারে পিরানহা বিক্রি নিষিদ্ধ থাকলেও তা অমান্য করায় এই জরিমানা করা হয় এবং বিষাক্ত ২৫ কেজি (২৭ পিস) মাছ জব্দ করা হয় বলে সূত্র নিশ্চিত করে।
এ সময় খাগড়াছড়ির সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সু-দৃষ্টি চাকমা, খাগড়াছড়ি সদর থানার এসআই জামাল হোসেনসহ পুলিশ সদসসহ মৎস অধিপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেয়।